Popular posts from this blog
প্রশ্ন: সালাম মুসাফাহা/হাত হাত মেলানো পরে কাঁধে হাত রাখা কি বিদআত ? এটার কি কোনো প্রমান আছে ?
উত্তরঃ মুসাফাহ অথবা হাত মেলানোর সময় বা পরে কাঁধে হাত রাখা রাসুলুল্লাহ (ﷺ)থেকে প্রমাণিত নয়, নাহি ফুকাহায় এর কোনো জিকির। অতএব, যায়েদ রাসম যদি কোন যায়েদ জিনিস ব্যতীত ঘটে থাকে বা সালাম ও মুসহাফ জুজ হিসাবে করা হয় তবে তাহা বিদআতে যুক্ত হবে। (দারুল ইফতা দার্লুম দেওবন্দ) প্রশ্ন: মুসাফাহার ফজিলত কি? উত্তরঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে মুসলমান নিজেদের মধ্যে যখন মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করেন এবং তা থেকে আলাদা অথবা পৃথক হওয়ার আগে বকশিশ দেয়া হয় (জ্যাম এ তিরমিজি - 2727) মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করার সময় দোয়া 🤲🏻 👇🏻👇🏻👇🏻 (یَغْفِرُ اللّٰہُ لَنَا وَ...
Comments
Post a Comment