Popular posts from this blog
প্রশ্ন: সালাম মুসাফাহা/হাত হাত মেলানো পরে কাঁধে হাত রাখা কি বিদআত ? এটার কি কোনো প্রমান আছে ?
উত্তরঃ মুসাফাহ অথবা হাত মেলানোর সময় বা পরে কাঁধে হাত রাখা রাসুলুল্লাহ (ﷺ)থেকে প্রমাণিত নয়, নাহি ফুকাহায় এর কোনো জিকির। অতএব, যায়েদ রাসম যদি কোন যায়েদ জিনিস ব্যতীত ঘটে থাকে বা সালাম ও মুসহাফ জুজ হিসাবে করা হয় তবে তাহা বিদআতে যুক্ত হবে। (দারুল ইফতা দার্লুম দেওবন্দ) প্রশ্ন: মুসাফাহার ফজিলত কি? উত্তরঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত যে মুসলমান নিজেদের মধ্যে যখন মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করেন এবং তা থেকে আলাদা অথবা পৃথক হওয়ার আগে বকশিশ দেয়া হয় (জ্যাম এ তিরমিজি - 2727) মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করার সময় দোয়া 🤲🏻 👇🏻👇🏻👇🏻 (یَغْفِرُ اللّٰہُ لَنَا وَ...
গরীব লোকটি এক টাকা ধনীদের এক লাখ টাকা দান করার সমমান!!!!!!!
( এখানে হুজুর থেকে কোনো কিছুই সরাসরি নই l সবই ওহী দ্বারা উম্মার খেদমতে বর্ণনা) নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন: "গরীবের1️⃣দিরহাম ধনীদের1️⃣লাখ দিরহামের সমতুল্য যাজা প্রদান করা হয় l সাহাবা রাজি আল্লাহু আনহু আর্জি জানান: এটা কিভাবে? হুজুর (ﷺ) জবাবে বলেন : (এটা এমন) যে কারো নিকট 2 দেরহাম (উদাহণস্বরুপ) অন্য আরেক জনের কাছে লাখ দেরহাম আছে l একজন 2 দেরহাম থেকে 1 দেরহাম এবং অন্য জন 1 লাখ দেরহাম থেকে 1 হাজার দেরহাম সদাকা দিলো l আল্লাহ দুইজনকেই সমান যাজা দান করবেন l ( Subhan Allah) (সহি হাদিস: 1559) তাই গরীবের ২ দেরহাম ধনীর ২ লাখ দেরহাম অপেক্ষা শ্রেষ্ঠ l গরিবদের সম্পদের অর্ধেক 1% যেখানে 5 লাখ দিরহাম ধনীদের সম্পদের একটি ছোট অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভালো মন্দের, প্রশংসা করেন, আত্মভোলা ও আত্মভোগের শিকার না হয়ে, তাদের নিজেদের ভাগ্যের দিকে নজর দেওয়া উচিত এবং তাদের ইচ্ছা ও অভিলাষ অনুযায়ী তাদের সেরাটা করা উচিত।
Comments
Post a Comment