প্রশ্ন: সালাম মুসাফাহা/হাত হাত মেলানো পরে কাঁধে হাত রাখা কি বিদআত ? এটার কি কোনো প্রমান আছে ?



উত্তরঃ মুসাফাহ অথবা হাত মেলানোর সময় বা পরে কাঁধে হাত রাখা রাসুলুল্লাহ (ﷺ)থেকে  প্রমাণিত  নয়, নাহি ফুকাহায় এর কোনো জিকির।  অতএব, যায়েদ রাসম যদি কোন যায়েদ জিনিস ব্যতীত ঘটে থাকে বা সালাম ও মুসহাফ জুজ হিসাবে করা হয় তবে তাহা বিদআতে যুক্ত হবে। (দারুল ইফতা দার্লুম দেওবন্দ)


প্রশ্ন: মুসাফাহার ফজিলত কি?

উত্তরঃ রাসূলুল্লাহ  (ﷺ) থেকে বর্ণিত যে মুসলমান নিজেদের মধ্যে যখন মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করেন এবং তা থেকে আলাদা অথবা পৃথক হওয়ার আগে বকশিশ দেয়া হয়  (জ্যাম এ তিরমিজি  - 2727)



মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করার সময় দোয়া 🤲🏻 👇🏻👇🏻👇🏻

                                                                                   (یَغْفِرُ اللّٰہُ لَنَا وَ لَکُم).

অর্থ :আল্লাহ আজ্জা ওয়াজাল আপনার আমার মাগফিরাত ফরমান। 


টিপ্পনি/মন্তব্যমুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন- পুরুষ পুরুষের এবং নারী নারীর সাথে।  উভয়ের হুকুম একটাই। 

ফতোয়া নং : 439-349/D=5/1438

উত্তর নং: 148938



Comments

Popular posts from this blog

রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি !!!!! Servants Freedom from hell every night of Ramadan.