Posts

Showing posts from 2022

শবে কদর রাতের ফজিলত !!!! benefit of shab e qadr night

Image
  রমজান মাসের রাত গুলোর এক রাত হচ্ছে শবে কদর।  এই " শবে কদর" রাতটিকে বলা হয় অনেক খায়ের ও বরকত ময় রাত।  এই রাত সম্পর্কে কুরআন কারীম এ আছে যে, ১০০০ মাসের চেয়ে উত্তম এইরাত। আর ১০০০ মাস মানে হচ্ছে ৮৩ বছর ৪ মাস(সুবহানাল্লাহ)। আমাদের এই সময়ে ৮৩ বছর হায়াৎ পাওয়া খুবই দুষ্কর। বলা চলে আমাদের হায়াতের চেয়ে উত্তম।  এখানে উত্তম বলতে কি মাস অথবা সাওয়াব কে বুজানো হয়েছে তা আল্লাহ সুবহানাহু তায়ালা ভালো জানেন।  নবি আকরাম (ﷺ) এর ইরশাদ থেকে অনুমান করা যায় এই রাত রমজান মাসের শেষ দশমিতে আছে (বিজোড় রাত)। কোনো অবস্থায় এই দশমির বিজোড় রাতগুলোর একটা মিনিট ও যাতে নষ্ট না হয়। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত রাতের বেশির ভাগ ইবাদাতের মধ্যে ব্যয় করা, জিকির, দোয়া এবং কোরান তিলাওয়াত বেশি করা।  আল্লাহ বলেন : بِ  سۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ  اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚ ﴿ ۱﴾ وَ مَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ﴿۲﴾ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕ ﴿ؔ۳﴾ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡر...

গরীব লোকটি এক টাকা ধনীদের এক লাখ টাকা দান করার সমমান!!!!!!!

Image
( এখানে হুজুর থেকে কোনো কিছুই সরাসরি নই l সবই ওহী দ্বারা উম্মার খেদমতে বর্ণনা) নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন:  "গরীবের1️⃣দিরহাম ধনীদের1️⃣লাখ দিরহামের সমতুল্য যাজা প্রদান করা হয় l সাহাবা রাজি আল্লাহু আনহু আর্জি জানান: এটা কিভাবে?  হুজুর (ﷺ) জবাবে বলেন : (এটা এমন) যে কারো নিকট 2 দেরহাম (উদাহণস্বরুপ) অন্য আরেক জনের কাছে লাখ দেরহাম আছে l একজন 2 দেরহাম থেকে 1 দেরহাম এবং অন্য জন 1 লাখ দেরহাম থেকে 1 হাজার দেরহাম সদাকা দিলো l আল্লাহ দুইজনকেই সমান যাজা দান করবেন l ( Subhan Allah) (সহি হাদিস: 1559) তাই গরীবের ২ দেরহাম ধনীর ২ লাখ দেরহাম অপেক্ষা শ্রেষ্ঠ l গরিবদের সম্পদের অর্ধেক 1% যেখানে 5 লাখ দিরহাম ধনীদের সম্পদের একটি ছোট অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভালো মন্দের, প্রশংসা করেন, আত্মভোলা ও আত্মভোগের শিকার না হয়ে, তাদের নিজেদের ভাগ্যের দিকে নজর দেওয়া উচিত এবং তাদের ইচ্ছা ও অভিলাষ অনুযায়ী তাদের সেরাটা করা উচিত।

রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি !!!!! Servants Freedom from hell every night of Ramadan.

Image
  রাসুলুল্লাহ (ﷺ) ফরমান : যখন রমজান মাসের প্রথম রাত আসে, শয়তান ও বিদ্রোহী জিনদের যাক্ড (ধরে রাখা অথবা বেঁধে রাখা ) হয়। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয়। জাহান্নাতের সব দরজা খুলে দেয়া হয়।  আহ্বানকারী সন্ধান করে কল্যাণের এবং মন্দ খোঁজা বন্ধ করে আর  সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তায়ালা তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এটি প্রতি রাতে হয়ে থাকে। (জামে তিরমিযী: ১৭৯৯)

রমজান খারাপ/নষ্ট করার কঠিন পরিণতি

Image
  ☪️ রমজানে এসব এইসব কিছু থেকে বাঁচুন এবং আল্লাহকে রাজী করুন ☪️ রমজান খারাপ/নষ্ট করার কঠিন পরিণতি  হাদিস: হযরত আবু হুরেরা  ؓ  থেকে রেওয়ায়েত- নবী আকরাম (ﷺ) মিম্বারে তাশরীফ নিয়ে তিন বার আমীন বললে জিগ্গাস করা হলে প্রতি উত্তরে বলেন জিব্রাঈল আলাইসলাম ওহী নিয়ে আসেন বলেন কোনো মুসলিম রমজান মাস পেয়ে নিজের গুনার মাফ নিতে পারে নাই সে যেন জাহান্নামে শামিল হয়ে গেলো এবং ধংস হয়ে গেলো।  নবী আকরাম (ﷺ) বলেন আমীন। ফেইসবুক ❌❌❌❌❌ NO FACEBOOK ইনস্টাগ্রাম ❌❌❌❌❌ NO INSTAGRAM টিকটক ❌❌❌❌❌❌ NO TIKTOK টুইটার ❌❌❌❌❌ NO TWITTER স্ন্যাপচ্যাট ❌❌❌❌❌ NO SNAPCHAT সিরিয়াল বা ড্রামা ❌❌❌ NO SERIAL, DARAMA ইউটিউব ❌❌❌❌❌❌ হোয়াটসআপ চ্যাটিং এ সময় নষ্ট না করা  ❌❌❌❌❌❌❌ AVOID WASTE CHATTING 4 WATSAPP  অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন ❌❌❌❌❌❌❌❌AVOID UNNECESSARY DEBATE রমজান ভালো ভাবে যাপন করতে উপরের সব কিছু এড়িয়ে চলুন 

কিভাবে আমাদের পবিত্র রমজান পালন করতে হবে ? How do perform our holy Ramadan ?

Image
  🌴যতটা সম্ভব কোরআন তিলাওয়াত করা, কম থেকে কম প্রতিদিন ৩ পারা পড়া🌴 🌴لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ এই কালিমা ২০০ বার পড়া এবং কালিমাটি  ১০০ বার পড়তে ৩ মিনিট লাগতে পারে।🌴 🌴لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ এই কালিমা ২০০ বার পড়া এবং কালিমাটি  ১০০ বার পড়তে ৩ মিনিট লাগতে পারে।🌴 🌴শুধু للآ اِلَهَ اِلّا اللّهُ ১০০ বার পড়তে লাগতে পারে ১ মিনিট ৪৮ সেকেণ্ড এবং ১০০০ বার পড়তে সময় লাগে ১৪/১৫ মিনিট লাগে। এমন কি ৬০০ বার অথবা আরো বেশি পড়তে পারলে অনেক অনেক ফজিলত আছে। কেননা সব ছেয়ে উত্তম জিকির ইটা কে বলা হয়েছে। আর রমজানে ইটা বিশেষ এহতেমাম করা।  🌴 🌴আপনি দরূদ শরীফ ৮/৯ মিনিটে ১০০ বার পড়া যায়। সকাল বিকাল পড়তে পারেন।🌴 🌴আপনি ৩ নম্বর কালেমা পি ১০/১১ মিনিটে ১০০ বার পড়া যেতে পারে। সকাল বিকাল ১০০/১০০ বার  পড়তে পারেন।  🌴 আপনি ৫/৬ মিনিটে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া যায়। সকাল বিকাল ১০০/১০০ বার পড়তে পারেন।   আর  রামাযানের প্রথম ১০ দিন উলামারা বলেছেন رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ۔ এই দোয়া যাহা পারেন পড়তে। কমের ভ...

Slides & layouts || Microsoft office Power point || GS LORE

Image

প্রশ্ন: সালাম মুসাফাহা/হাত হাত মেলানো পরে কাঁধে হাত রাখা কি বিদআত ? এটার কি কোনো প্রমান আছে ?

Image
উত্তরঃ মুসাফাহ অথবা হাত মেলানোর সময় বা পরে কাঁধে হাত রাখা রাসুলুল্লাহ (ﷺ)থেকে  প্রমাণিত  নয়, নাহি ফুকাহায় এর কোনো জিকির।  অতএব, যায়েদ রাসম যদি কোন যায়েদ জিনিস ব্যতীত ঘটে থাকে বা সালাম ও মুসহাফ জুজ হিসাবে করা হয় তবে তাহা বিদআতে যুক্ত হবে। (দারুল ইফতা দার্লুম দেওবন্দ) প্রশ্ন:  মুসাফাহার ফজিলত কি? উত্তরঃ রাসূলুল্লাহ  (ﷺ) থেকে বর্ণিত যে মুসলমান নিজেদের মধ্যে যখন মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করেন এবং তা থেকে আলাদা অথবা পৃথক হওয়ার আগে বকশিশ দেয়া হয়  (জ্যাম এ তিরমিজি  - 2727) মুসাফা/ হাত মিলান অথবা আলিঙ্গন করার সময় দোয়া 🤲🏻 👇🏻👇🏻👇🏻                                                                                    (یَغْفِرُ اللّٰہُ لَنَا وَ...