কিভাবে আমাদের পবিত্র রমজান পালন করতে হবে ? How do perform our holy Ramadan ?

 



  1. 🌴যতটা সম্ভব কোরআন তিলাওয়াত করা, কম থেকে কম প্রতিদিন ৩ পারা পড়া🌴
  2. 🌴لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ এই কালিমা ২০০ বার পড়া এবং কালিমাটি  ১০০ বার পড়তে ৩ মিনিট লাগতে পারে।🌴
  3. 🌴لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ এই কালিমা ২০০ বার পড়া এবং কালিমাটি  ১০০ বার পড়তে ৩ মিনিট লাগতে পারে।🌴
  4. 🌴শুধু للآ اِلَهَ اِلّا اللّهُ ১০০ বার পড়তে লাগতে পারে ১ মিনিট ৪৮ সেকেণ্ড এবং ১০০০ বার পড়তে সময় লাগে ১৪/১৫ মিনিট লাগে। এমন কি ৬০০ বার অথবা আরো বেশি পড়তে পারলে অনেক অনেক ফজিলত আছে। কেননা সব ছেয়ে উত্তম জিকির ইটা কে বলা হয়েছে। আর রমজানে ইটা বিশেষ এহতেমাম করা।  🌴
  5. 🌴আপনি দরূদ শরীফ ৮/৯ মিনিটে ১০০ বার পড়া যায়। সকাল বিকাল পড়তে পারেন।🌴
  6. 🌴আপনি ৩ নম্বর কালেমা পি ১০/১১ মিনিটে ১০০ বার পড়া যেতে পারে। সকাল বিকাল ১০০/১০০ বার  পড়তে পারেন।  🌴
  7. আপনি ৫/৬ মিনিটে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া যায়। সকাল বিকাল ১০০/১০০ বার পড়তে পারেন।  
  8. আর  রামাযানের প্রথম ১০ দিন উলামারা বলেছেন رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ۔ এই দোয়া যাহা পারেন পড়তে। কমের ভিতর ২০০ বার.

    ☪️🌴🌴🌴🌴🌴🌴☪️☪️🌴🌴🌴🌴🌴🌴☪️


তর্জুমা: ইয়া আল্লাহ আমায় মুক্তি দিন, রহম ফরমান, কারণ আপনি সবছেয়ে বড় রহম ফরমানে ওয়ালা।  

Comments

Popular posts from this blog

প্রশ্ন: সালাম মুসাফাহা/হাত হাত মেলানো পরে কাঁধে হাত রাখা কি বিদআত ? এটার কি কোনো প্রমান আছে ?