কিভাবে আমাদের পবিত্র রমজান পালন করতে হবে ? How do perform our holy Ramadan ?

 



  1. 🌴যতটা সম্ভব কোরআন তিলাওয়াত করা, কম থেকে কম প্রতিদিন ৩ পারা পড়া🌴
  2. 🌴لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ এই কালিমা ২০০ বার পড়া এবং কালিমাটি  ১০০ বার পড়তে ৩ মিনিট লাগতে পারে।🌴
  3. 🌴لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ এই কালিমা ২০০ বার পড়া এবং কালিমাটি  ১০০ বার পড়তে ৩ মিনিট লাগতে পারে।🌴
  4. 🌴শুধু للآ اِلَهَ اِلّا اللّهُ ১০০ বার পড়তে লাগতে পারে ১ মিনিট ৪৮ সেকেণ্ড এবং ১০০০ বার পড়তে সময় লাগে ১৪/১৫ মিনিট লাগে। এমন কি ৬০০ বার অথবা আরো বেশি পড়তে পারলে অনেক অনেক ফজিলত আছে। কেননা সব ছেয়ে উত্তম জিকির ইটা কে বলা হয়েছে। আর রমজানে ইটা বিশেষ এহতেমাম করা।  🌴
  5. 🌴আপনি দরূদ শরীফ ৮/৯ মিনিটে ১০০ বার পড়া যায়। সকাল বিকাল পড়তে পারেন।🌴
  6. 🌴আপনি ৩ নম্বর কালেমা পি ১০/১১ মিনিটে ১০০ বার পড়া যেতে পারে। সকাল বিকাল ১০০/১০০ বার  পড়তে পারেন।  🌴
  7. আপনি ৫/৬ মিনিটে ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া যায়। সকাল বিকাল ১০০/১০০ বার পড়তে পারেন।  
  8. আর  রামাযানের প্রথম ১০ দিন উলামারা বলেছেন رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَیْرُ الرّٰحِمِیْنَ۔ এই দোয়া যাহা পারেন পড়তে। কমের ভিতর ২০০ বার.

    ☪️🌴🌴🌴🌴🌴🌴☪️☪️🌴🌴🌴🌴🌴🌴☪️


তর্জুমা: ইয়া আল্লাহ আমায় মুক্তি দিন, রহম ফরমান, কারণ আপনি সবছেয়ে বড় রহম ফরমানে ওয়ালা।  

Comments

Popular posts from this blog

রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি !!!!! Servants Freedom from hell every night of Ramadan.