শবে কদর রাতের ফজিলত !!!! benefit of shab e qadr night
রমজান মাসের রাত গুলোর এক রাত হচ্ছে শবে কদর। এই " শবে কদর" রাতটিকে বলা হয় অনেক খায়ের ও বরকত ময় রাত। এই রাত সম্পর্কে কুরআন কারীম এ আছে যে, ১০০০ মাসের চেয়ে উত্তম এইরাত। আর ১০০০ মাস মানে হচ্ছে ৮৩ বছর ৪ মাস(সুবহানাল্লাহ)। আমাদের এই সময়ে ৮৩ বছর হায়াৎ পাওয়া খুবই দুষ্কর। বলা চলে আমাদের হায়াতের চেয়ে উত্তম। এখানে উত্তম বলতে কি মাস অথবা সাওয়াব কে বুজানো হয়েছে তা আল্লাহ সুবহানাহু তায়ালা ভালো জানেন। নবি আকরাম (ﷺ) এর ইরশাদ থেকে অনুমান করা যায় এই রাত রমজান মাসের শেষ দশমিতে আছে (বিজোড় রাত)। কোনো অবস্থায় এই দশমির বিজোড় রাতগুলোর একটা মিনিট ও যাতে নষ্ট না হয়। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত রাতের বেশির ভাগ ইবাদাতের মধ্যে ব্যয় করা, জিকির, দোয়া এবং কোরান তিলাওয়াত বেশি করা। আল্লাহ বলেন :
بِ سۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚ ﴿ ۱﴾ وَ مَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ﴿۲﴾ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕ ﴿ؔ۳﴾ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡرٍ ۙ ﴿ۛ۴﴾ سَلٰمٌ ۟ۛ ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ ٪﴿۵
এর অর্থঃ
এতে কোনো সন্দেহ নাই যে আমি কোরআনে পাক কে শবে কদরের রাতে নাজিল করেছি। আরো একটু স্পষ্ট করে বললে- এই কোরআনে পাক কে আল্লাহ সুবহানাহু তায়ালা শবে কদরের রাত্রিতে লওহে মাহফুজ থেকে আমসমানী দুনিয়াতে নাজিল করা হয়। আমাদের ধারণার বাহিরে এই রাত কত বড় "আজীম উস শান " আমাদের জন্যে। এটাই এই রাতের সৌন্দর্য ও ফজিলত, আপনিও জানেন, এটি কতটা উত্তম এবং এর মূল্য কত। এরপর চাঁদ ফাজায়েলে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভাল জানেন এ রাতে ফেরেশতা ও হযরত জিব্রাইল তাদের পরওয়ারদিগারের নির্দেশে জামিনের পক্ষে প্রতিটি আমর-ই-খাইর উচ্চারণ করেন। আর এই খায়ের-ও-বরকত চলে ফজর পর্যন্ত।
সূরা আল আককের প্রথম কয়েকটি আয়াত:
(.اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِىۡ خَلَقَۚ ...) কোরান-ই-করিম কে নাজুল থেকে বর্ণনা , জাইসাকে সূরা আদ-দুখান কি আয়াত নং 3 থেকে:
(.اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِىۡ لَيۡلَةٍ مُّبٰـرَكَةٍ اِنَّا كُنَّا مُنۡذِرِيۡنَ)
সূরা আল-বাকারার 185 নং আয়াত:
(شَهۡرُ رَمَضَانَ الَّذِىۡٓ اُنۡزِلَ فِيۡهِ الۡقُرۡاٰنُ )
এই নিবন্ধ বা বিভাগে উৎস বা তথ্যসূত্র প্রয়োজন যা বিশ্বাসযোগ্য, তৃতীয় পক্ষের প্রকাশনায় প্রদর্শিত হয়।
শব-ই-কদরের অর্থ হল ২ টা :
***একটি হল এই রাতেই ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হয়, যেমনটি সূরা আদ-দুখান আয়াত নং ৪-এ রয়েছে***
(.فِيۡهَا يُفۡرَقُ كُلُّ اَمۡرٍ حَكِيۡمٍۙ )
অর্থ : এই রাতে প্রতিটি জ্ঞানী কাজের বিচার করা হয়।
****অন্য অর্থ হল, এটি সম্মান ও মর্যাদার রাত।****
Comments
Post a Comment