গরীব লোকটি এক টাকা ধনীদের এক লাখ টাকা দান করার সমমান!!!!!!!

( এখানে হুজুর থেকে কোনো কিছুই সরাসরি নই l সবই ওহী দ্বারা উম্মার খেদমতে বর্ণনা)
নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন:
 "গরীবের1️⃣দিরহাম ধনীদের1️⃣লাখ দিরহামের সমতুল্য যাজা প্রদান করা হয় l



not aplicable

সাহাবা রাজি আল্লাহু আনহু আর্জি জানান: এটা কিভাবে? 
হুজুর (ﷺ) জবাবে বলেন : (এটা এমন) যে কারো নিকট 2 দেরহাম (উদাহণস্বরুপ) অন্য আরেক জনের কাছে লাখ দেরহাম আছে l একজন 2 দেরহাম থেকে 1 দেরহাম এবং অন্য জন 1 লাখ দেরহাম থেকে 1 হাজার দেরহাম সদাকা দিলো l আল্লাহ দুইজনকেই সমান যাজা দান করবেন l ( Subhan Allah)
(সহি হাদিস: 1559)

তাই গরীবের ২ দেরহাম ধনীর ২ লাখ দেরহাম অপেক্ষা শ্রেষ্ঠ lগরিবদের সম্পদের অর্ধেক 1% যেখানে 5 লাখ দিরহাম ধনীদের সম্পদের একটি ছোট অংশ।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ভালো মন্দের, প্রশংসা করেন,আত্মভোলা ও আত্মভোগের শিকার না হয়ে, তাদের নিজেদের ভাগ্যের দিকে নজর দেওয়া উচিত এবং তাদের ইচ্ছা ও অভিলাষ অনুযায়ী তাদের সেরাটা করা উচিত।


Comments

Popular posts from this blog

রমজানের প্রতি রাতে জাহান্নাম থেকে বান্দাদের মুক্তি !!!!! Servants Freedom from hell every night of Ramadan.