শবে কদর রাতের ফজিলত !!!! benefit of shab e qadr night
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfjSey40AeWY4BLCood-xZQuh5Tf4cAYtBDZXr667vBLhbdGuDi8P9pdXJ2PlaHYU4uSTPoNzmKYSAiH8MfoXtAOUi5EEk8du14FNwf0y31NltB1Tx1UhsKikS8GlRRkOxGr3cK9vUcVw-Iaodcjz5smvxXvU-j5gHc1hfakpGm30X_eqjakQ0SWVthA/w502-h235/Screenshot%202022-04-23%20071115.png)
রমজান মাসের রাত গুলোর এক রাত হচ্ছে শবে কদর। এই " শবে কদর" রাতটিকে বলা হয় অনেক খায়ের ও বরকত ময় রাত। এই রাত সম্পর্কে কুরআন কারীম এ আছে যে, ১০০০ মাসের চেয়ে উত্তম এইরাত। আর ১০০০ মাস মানে হচ্ছে ৮৩ বছর ৪ মাস(সুবহানাল্লাহ)। আমাদের এই সময়ে ৮৩ বছর হায়াৎ পাওয়া খুবই দুষ্কর। বলা চলে আমাদের হায়াতের চেয়ে উত্তম। এখানে উত্তম বলতে কি মাস অথবা সাওয়াব কে বুজানো হয়েছে তা আল্লাহ সুবহানাহু তায়ালা ভালো জানেন। নবি আকরাম (ﷺ) এর ইরশাদ থেকে অনুমান করা যায় এই রাত রমজান মাসের শেষ দশমিতে আছে (বিজোড় রাত)। কোনো অবস্থায় এই দশমির বিজোড় রাতগুলোর একটা মিনিট ও যাতে নষ্ট না হয়। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত রাতের বেশির ভাগ ইবাদাতের মধ্যে ব্যয় করা, জিকির, দোয়া এবং কোরান তিলাওয়াত বেশি করা। আল্লাহ বলেন : بِ سۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚ ﴿ ۱﴾ وَ مَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ﴿۲﴾ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕ ﴿ؔ۳﴾ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡر...